নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে পৃথক পৃথকভাবে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নাচোল মধ্যবাজার উপজেলা আওয়ামীলীগের একাংশের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, র্যালী, দলের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকির কেক কর্তণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ¦ আব্দুল হকের সভাপতিত্বে কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ শেষে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকির কেক কাটা হয়। পরে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা অওয়ামীলীগের সহ-সভাপতি সুধেন চন্দ্র বর্মন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নাচোল ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম মস্তফা, নেজামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আহম্মেদ আনোয়ার আল সহিদ জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক কাবুল হোসেনসহ ছাত্রলীগ, যুবলীগ ও উপজেলা এবং ইউনিয়ন কমিটির নেতা-কর্মীবৃন্দ।