নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সহযোগি সংগঠন এ্যাসোডোর মুক্তি প্রকল্পের আয়োজনে দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বিআরডিবি মিলনায়তনে এ্যাসোডোর নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
কর্মশালায় ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের রুপকল্প তুলে ধরে বক্তব্য প্রদান করেন বিশ^ব্যাংকের পরামর্শক এজেডএম.নাজমুল ইসলাম চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, এ্যাসোডের ফাইন্যান্স ম্যানেজার আজাহার আলী, উপসহকারি কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, আদিবাসী একাডেমীর সভাপতি ও ইলামিত্র সংসদের সভাপতি বিধান সিং, সাবেক সভাপতি যতিন হেমরোম, মুক্তি প্রকল্পের মাঠকর্মী ডেইজি আক্তার ও আমিনুল ইসলাম।
কর্মশালায় ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠি, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, জমির মালিক শ্রমজীবি নারী-পুরুষ, শিক্ষক বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিথ ছিলেন। পরে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে উপস্থিত সকলের লিখিত পরামর্শ গ্রহণ করো হয়।