নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বরেন্দ্র অঞ্চল চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ফতেপুর ইউপির মারকইল মৌজার ৩বিঘা জমি বর্গা চাষ করার সংঘর্ষে ফুলবাড়ি গ্রামের মৃত সুলতানের ছেলে বর্গাচাষী নুহু আলম (৪৮) কে ও তার সহদর ভাই শাহআলম (৩৬) সহ ১০জনকে ক্ষেতের ধান পাহারা দিবার সময় গত মঙ্গলবার রাত ১১টার দিকে মারকইল গ্রামের আব্দুল কুদ্দুস মাস্টারের ছেলে এমদাদুল(৪০) তার ভাই সেলিম(৫৫) কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করেছে। মারাত্মক আহত শাহ আলম(৩৬)রামেক হাসপাতালে অবস্থা আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান ও মামলার তদন্তকারি অফিসার এসআই হাসান জানান, মারকইল গ্রামের মোরহুম বাক্কার চেয়ারম্যানের ৩বিঘা জমি বর্গা চাষ করতো ফুলবাড়ি গ্রামের মৃত সুলতানের ছেলে নুহু আলম। বাপদাদার অংশীদারী সম্পত্তি দাবী করে আব্দুল কুদ্দুস মাষ্টারের ছেলে এমদাদুল(৪০) ও সেলিম(৫২) ওই জমির বর্গাদার নুহুআলমকে জমি ছেড়ে দিতে বলে। নুহু আলম ওই জমি না ছাড়লে গত ২৮/০৩/২০২২তারিখে ৩বিঘা কাঁচা ধান এমদাদুল ও তার লোকজন ঝুড়ে(কেটে) ফেলে দেয়। এরই প্রেক্ষিতে ওইদিন নুহু আলম নাচোল থানায় একটি সাধারণ ডাইরি করেন। এমদাদুল ও তার ভাই ওই জমি না ছাড়লে নুহু আলমের পৈত্রিক জমির ধানও কেটে ফেলবে বলে হুমকি দিয়ে আসছিল। গত মঙ্গলবার রাতে খবর পেয়ে নুহু আলম ও তার ভাইসহ কয়েকজন তার পৈত্রিক জমির ধান রক্ষা করতে যান। এমদাদ সমর্থকরা নুহু আলমকে দেখেই তাদের তাড়া করে ফুলবাড়ি গ্রামের শেষ মাথায় পাহাড়পুর গ্রামে তাদের উপর হামলা চালায়। হামলায় নুহু আলমের ভাই শাহ আলম(৩৬)’র নাক কেটে পড়ে, মাথায় ১০/১২টি হাসুয়ার কোপ লাগে ও ডান হাতের কনুইতে কোপ লেগে হাড় বেরিয়ে যায়। স্থানীয়রা শাহআলমসহ আহত ১০জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। আহআলমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত রামেক হাসপাতালে রেফার করেন। বর্তমানে ৪জন নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে গত ২০ এপ্রিল নুহু আলম বাদি হয়ে নাচোল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়েরের করেছেন। নাচোল থানাপুলিশ গত বুধবার রাতে ওই মামলায় অভিযুক্ত ফুলবাড়ি গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে তরিকুল(৪৫), একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে সুজন(২৭) ও মৃত এনামুল হকের ছেলে শফিকুল(৫০)কে, পাহাড়পুর গ্রামের মাহাতাবের ছেলে হাবিবুল্লাহ ওরফে কালু(২৭)কে,মারকইল গ্রামের মৃত মুসলেমুদ্দিনের ছেলে টুনু ওরফে পিস্তুল(৪০)কে আটক করে বৃহস্পতিবার জেল-হাজতে প্রেরণ করেছেন।