নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে নাচোলের রাণী খ্যাত তে-ভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় রাণী ইলামিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে নেজামপুর ইউপির রাওতাড়ায় রাণী ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা প্রঙ্গনে প্রার্থনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১০টায় গীতাপাঠ, সাড়ে ১০টায় রাণীমাতার আত্মার প্রতি সম্মান এবং শান্তিকামনায় সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও দুপুর ১টায় ভক্তবৃন্দের মধ্যাহ্নভোজ পরিবেশিত হয়। সাংবাদিক মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, ইলামিত্র স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক এমএকে.জিলানী ও সাংবাদিক সাজিদ তৌহিদ। শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির(আদিবাসী) নারী-পুরুষের সম্মিলিত ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়।