নাজিরপুর, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলার, নাজিরপুর উপজেলার ২য় ধাপের ইউপি নির্বাচন বৃস্পতিবার অনুষ্টিত হয়। ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতিক ১ জন, আনারস স্বতন্ত্র প্রার্থী ২ জন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উপজেলার শাখারীকাঠী ইউনিয়নে খালিদ হোসেন সজল (আনারস, স্বতন্ত্র) প্রার্থী ৪৪৮৫ ভোট। নৌকার প্রার্থী আক্তারুজ্জামান গাউস ৩৭৯৫ ভোট । দীর্ঘা ইউনিয়নে আশুতোষ বেপারী (নৌকা) মার্কায় ৫২০৫ ভোট । মোঃ শাহ আলম আকন (আনারস স্বতন্ত্র) প্রার্থী ৩৩৫৩ ভোট । শ্রীরামকাঠি ইউনিয়নে আলতাফ হোসেন বেপারী (আনারস, স্বতন্ত্র) প্রার্থী ৪৪৪৯ ভোট ।(নৌকা মার্কার) প্রার্থী উত্তম কুমার মৈত্র ৩৮৯৩ ভোট । উপজেলা নির্বাচন অফিস সূত্রে: বেসকারি ফলাফল। ইউপি চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন, (নৌকা মার্কার) প্রার্থী দীর্ঘা ইউনিয়ন আশুতোষ বেপারী (নৌকা) ১৮৫২ ভোট। খালিদ হোসেন সজল (আনারস স্বতন্ত্র) ৬৯০ ভোট। শ্রীরামকাঠি ইউনিয়নে আলতাফ হোসেন বেপারী (আনারস, স্বতন্ত্র),৫৫৬ ভোট ।