নাজিরপুর, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দক্ষিন বানিয়ারীর ইউনুস সরদারের ছেলে বর্তমান ইউপি সদস্য মো. নজরুল ইসলাম সরদার (৪০) জি আর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী তাকে গোপন সংবাদের সূত্রে গ্রেফতার করে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পুলিশ সূত্রে জানাযায়, এস আই সাইফুল এস আই দেলোয়ার এ এস এই আল আমিন তাদের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন বানিয়ারীর বর্তমান ৯নং ইউপি সদস্য মো. নজরুল ইসলাম (৪০) তার বিরুদ্ধে জি আর ১৬৮/১৯ ওসি আর ১২৬/২০ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী, তাকে গোপন সংবাদের সূত্রে গ্রেফকার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করেন। থানা ইনর্চাজ (ওসি) শেখ আশ্ররাফুজামান জানান, আমাদের চৌকশ অফিসাররা ওই দিন রাতে আরো অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।
Related Posts
Add A Comment