নাজিরপুর, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায়, জ্বর সর্দি কাশি বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষের মাঝে করোনা আতংক দেখাদিয়েছে। ২৯ জুন মঙ্গলবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স র্যাপিড এন্টিজেন ১৯ জন টেষ্টে ৯ জনের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ই¯্রাফিল হোসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলেবারী জানান, নাজিরপুরের অবস্থা ভালনা র্যাপিড এন্টিজেন ১৯ জন টেষ্টে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পযন্ত মোট ৫৪ জন আক্রান্ত হয়েছে। হোম আইসোলেশনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ই¯্রাফিল হোসন এবং আইসোলেশনে ১জন । স্বাস্থ্য বিধিমেনে চলার আহবান জানান।