নাজিরপুর, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসেন খানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন প্রশাসন। গতকাল রবিবার দিন ব্যাপী জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা ভুমি অফিস সূত্র জানান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসেন খান উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের প্রায় অর্ধ একর সরকারী জমি (৫০ শতাংশ) গত প্রায় ৩০ বছর ধরে অবৈধ ভাবে দখল করে মার্কেট নির্মান তৈরী করে ভাড়া দিচ্ছেন। সম্প্রতি ওই জমিতে সরকারী কাজে লাগলে তাকে উচ্ছেদের নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি সে নোটিশ অমান্য করে পুন:রায় সেখানে ঘর তৈরী করছেন। এ ব্যাপারে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসেন খান জানান, ক্রয়সূত্রে ১৫ শতক জমি নিয়ে মামলা চলছিলো। সেখানে ১৫টি আধা পাকা ঘর সহ একটি পাকা ভবন নির্মান করা হয়েছিলো। সে ভবন সহ ওই জমিতে থাকা সকল স্থাপনা অবৈধভাবে ভেঙ্গে ফেলা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, ওই জমিটি সরকারী খাসজমি। জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।