নাজিরপুর, পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর, নেছরাবাদ) আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের বড় ভাই মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আবুল বাশার ও মাতা মিসেস মাজেদা বেগম এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১নং মাটিভাঙ্গা ইউনিয়ন আ’লীগের সকল সহোযোগী সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার তারাবুনিয়া বাজার প্রঙ্গনে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় আলোচনা ও দোয়া মাহফিলে, বক্তব্যে রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমিপর মেঝ ভাই বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নজরুল ইসলাম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (রঞ্জু), উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, আল আমিন খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম তাপস, ইউনিয়ন আওয়ামীলী সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান ফকির প্রমুখ। এ উপলক্ষে মন্ত্রীর নিজ বাড়িতে দিন ব্যাপী কোরআন খতম, এতিম অসহায়দের উন্নতমানের খাবারের আয়োজন করা হয়।