নিজস্ব প্রতিবেদক:
প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ্ সার্ভিস জোরদারকরণ প্রকল্পের আওতায় Hotel X, Chondipur, Rajpara, Rajshahi দিনব্যাপী রাজশাহী বিভাগীয় কর্মশালা ও জুনোটিক রোগে মৃত/কালিং পজিটিভ ফলাফল যুক্ত গবাদি পশুর খামারিদের মধ্যে ক্ষতিপূরণ প্রদানের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকেকর্মশালার ও ক্ষতিপূরণ এর শুভ উদ্বোধন করেন জনাব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ডাঃ মোঃ আজিজুল ইসলাম ,প্রকল্প পরিচালক ,জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ্ সার্ভিসজোরদারকরণ প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। জুনোটিক রোগের উপর মূল প্রবন্ধ
“ÒImportance of Zoonotic Diseases and Preventive Measures in Context of BangladeshÓ Dc¯’vcb উপস্থাপন করেন ড. মো: ব হ নুর রহ ন, প্রফসের, ইফর ব ফ লজি এন্ড হ ইজনি জডপর্ টফ ন্ট, বাংলা ফশে কৃজি জবশ্বজবদ্য ল , নজসাংহ । সভায় প্রকল্পভুক্ত ও প্রকল্প বহির্ভুত এলাকারপরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ প্তর, রাজশাহী বিভাগ, রাজশাহী, সকল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলাট্রেনিং অফিসার, জেলা ভেটেরিনারি অফিসার, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, রাজশাহী;সিরাজগঞ্জ ও জয়পুরহাট এফডিআইএল এর পিএসও, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ভেটেরিনারি সার্জন,গুরুত্বপূর্ণ ডেইরী খামারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিসহ মোট ৭৫ জন অংশ গ্রহণকারী উপস্থিত ছিলেন ।
সভায় প্রকল্প পরিচালক জানান যে, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ্ সার্ভিস জোরদারকরণ প্রকল্পের কার্যক্রম দেশের ২৭ টি জেলার ২০১টি উপজেলায় চলমান। অত্র প্রকল্পের আওতায় জুনোটিক রোগে মৃত/আক্রান্ত (কালিং সাপেক্ষে) গরু ও মহিষের খামারী পর্যায়ে ক্ষতিপূরণ এবং নিরাপদ অপসারণে (পরিস্কার-পরিচ্ছন্নতা ) ডিডিপিতে বরাদ্দের সংস্থান আছে । তিনি আরও জানান যে গৃহপালিত প্রাণি ও প্রাণিজাত খাদ্যে স্বাস্থ্য ঝুঁকি নিরুপণের লক্ষ্যে ভেটেরিনারি পাবলিক হেল্থ ল্যাবের সক্ষমতা বৃদ্ধি করা,জনস্বাস্থ্য সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ০৪ টি জুনোটিক রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে সার্ভিল্যান্স কার্যক্রম তরান্বিত করাএবং জুনোটিক রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চলমান আছে ।
এছাড়া জুনোটিক রোগে মৃত / কালিং পজিটিভ ফলাফল প্রাপ্ত প্রাপ্তবয়স্ক বড় গরু/ মহিষের জন্য ক্ষতিপূরণ বাবদ ৮০,০০০/-, ১ বছরের বেশি ২ বছরের কম বয়সী বাছুর গরুর জন্য ৪০,০০০/- প্রদানের সংস্থান আছে। তৎপ্রেক্ষিতে প্রকল্পভুক্ত উপজেলা হতে ০৪ টি জুনোটিক রোগ বোভাইন টিবি, ব্রুসেলোসিস ,অ্যানথ্রাক্স ও জলাতঙ্কে আক্রান্ত /মৃত গরু-মহিষের নমুনা প্রেরণ কেন্দ্রীয় প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার (সিডিআইএল) এবং ভেটেরিনারি পাবলিক হেল্থ অনুবিভাগ, মহাখালী, ঢাকা হতে চুড়ান্ত ল্যাব. পরীক্ষায় পজিটিভ ফলাফল প্রাপ্তি সাপেক্ষে খামারীকে ক্ষতিপূরণ
ও নিরাপদ অপসারনে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ২০২০-২০২১ অর্থ বছরে ১৬,০০,০০০/- (ষোল)।