নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে একটি পোশাক কারখনার শ্রমিকদের বকেয়া পাওনা আদায়ের দাবীতে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে পুলিশ সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়েছে। ১২ জুন শনিবার সাকালে সিদ্ধিরগঞ্জের অদমজী ইপিজেটের সামনে ডেমরা-নারায়ণণগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, মালিক পক্ষের দেওয়া সময় মত শনিবার সকাল ৭টায় আদমজী ইপিজেটের প্রধান গেটের ডেমরা-অদমজী-নারায়ণগঞ্জ সড়কে প্রায় দুই শতাধিক শ্রমিক অবস্থান নেয়। তাদের দাবী এ সময় ইপিজেটের সামনে দায়িত্বে থাকা আনসার সদস্যরা নারী ও পুরুষ শ্রমিকদের উপর লাঠিচার্জ করে। ক্ষুদ্ধ শ্রমিকরা এক পর্যায়ে সড়কে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে। পরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী ও সহকারি কমিশনার (সিদ্ধিরগঞ্জ সার্কেল) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান মালিক পক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের জন্য আন্দোলনরত শ্রমিকদের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা আরও ক্ষুদ্ধ হয়ে এক পর্যায়ে পুলিশ ও আনসারদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় ক্ষুদ্ধ শ্রমিকরা ইট পাটকেল ছোড়লে পুলিশ ও পাল্টা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করলে বেলা ১১ টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয় বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে সড়কে আগুন দিয়ে সড়ক অবরোধ করে এবং ইট পাটকেল ছোড়তে শুরু করে। পুলিশ ও ১২ রাউন্ড শর্টগান গুলি ছোড়ে এবং ১১ টি টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকদের সমস্যা সমাধানে মালিক পক্ষ কিছুই জানায়নি।