নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ অক্টোবর বুধবার সমগ্র দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলাতেও প্রথমবারের মতো এ দিবসটি পালিত হয়। “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর, সিনিয়র সহকারী কমিশনার, স্থানীয় সরকার শাখা, নারায়ণগঞ্জ, জেলা তথ্য অফিসার সহ নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন দপ্তর প্রধানগণের প্রতিনিধি, সদর ও বন্দর উপজেলা হতে আগত চেয়ারম্যান ও সচিববৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, আরিফা জহুরাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
একই সাথে প্রতি উপজেলা হতে ০১জন করে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সচিব ও গ্রাম পুলিশের মাঝে জেলা প্রশাসক মহোদয় ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সকলের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে নারায়ণগঞ্জ মডেলের কৌশলগুলোকে যথাযথ ব্যবহারের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান এবং ইতিমধ্যে নারায়ণগঞ্জ মডেল দেশব্যাপী সমাদৃত হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।