মো. আল- আমিন ফুলবাড়ীয়া ময়মনসিংহ :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার বলেছেন, নারী নির্যাতনের প্রতিরোধ গড়ে তুলতেই উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে শিশু মেলার আয়োজন। এরকম অনুষ্ঠানের মাধ্যমেই নারীর অধিকার বাস্তবায়ন ও নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য সহায়ক হবে। মঙ্গলবার (৩১মে) সকালে জেলা তথ্য অফিস ময়মনসিংহ এর আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় র্যালী পরবর্তী শিশু মেলায় আলোচনা সভায় ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক শেখ মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নারীরাই পারে আগামী দিনে সুন্দর ও শিক্ষিত সমাজ গড়তে। মা ভালো হলে সমাজ রাষ্ট্র সকল কিছু ভালোভাবে পরিচালনা সম্ভব। বর্তমান নারী নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে।
এই ধারাবাহিকতা রক্ষার জন্য নারীদের অনেক কিছু জানা ও শেখার রয়েছে। আমাদের মেয়েদের উন্নত বিশ্বের মেয়েদের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। এজন্য লেখা পড়ায় আরও মনোযোগী ও প্রতিবাদী হতে হবে। প্রাপ্ত বয়েসের আগে বাল্য বিবাহকে না বলতে হবে। এ সময় তিনি মেয়েরা কোথাও নির্যাতন ও ইভটিজিংয়ের শিকার হলে তাৎক্ষনিক ৯৯৯ ফোন করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এতে ময়মনসিংহ বিভাগীয় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. মনিরুজ্জামানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া পৌর সভার মেয়র আলহাজ্ব মো. গোলাম কিবরিয়া, ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর,পারভীন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, থানা ওসি (তদন্ত) মো.শফিকুল ইসলাম, ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, পারভীন আখতার রেবা প্রমূখ। শিশু মেলায় সরকারী ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় , আলহেরা একাডেমী ল্যাবরেটরি স্কুল ,ফুলবাড়ীয়া শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা স্টল নেন। পরে তাঁদের মধ্যে কবিতা আবৃতি, চিত্রাঙ্কন ,বিতর্ক প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।