নিজস্ব প্রতিবেদক:
নার্সিং ও অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার হোসেন আকন্দের পদায়ন স্থগিত করে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট ।
গত ২৯ জুন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের দ্বৈত বেঞ্চ এই আদেশ প্রদান করেন। জনপ্রশাসনের নিয়োগবিধি অনুযায়ী মহাপরিচালক পদটি অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তার জন্য নির্ধারিক। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব ও চলতি দায়িত্ব প্রদানের নীতিমালা ২০২৩ ভঙ্গ করে যুগ্ম সচিব পদমর্যাদার আনোয়ার হোসেন আকন্দকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। এই বিষয়ে একজন সিনিয়র স্টাফ নার্স আদালতে মামলা করলে আদালত অভিযোগটি আমলে নিয়ে তার মহাপরিচালক হিসেবে পদায়ন ৩ মাসের জন্য স্থগিত করে আদেশ দেন। একই সঙ্গে, তার পদায়ন কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা ৪ সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আনোয়ার হোসেন আকন্দ আওয়ামী সরকারের সাবেক লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ছিলেন এবং তার বড় ভাই কামরুল হাসান আওয়ামী সরকারের হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ছিলেন। যা বাংলাদেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত।
ওই আদেশে, একই অধিদফতরের উপ-পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা, নিজ বেতনে) মোসাম্মৎ মঞ্জু আখতার ও সহকারী পরিচালক (নিজ বেতনে) জরিনা খাতুনের পদায়নও স্থগিত করেছেন আদালত। কারণ, তারা দুজনই নবম গ্রেডের কর্মকর্তা হয়ে ৪র্থ গ্রেডের দায়িত্ব পালন করছেন, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগবিধির সাথে সাংঘর্ষিক।