অনলাইন ডেস্ক: স্টুয়ার্ট ব্রডের ৪ উইকেটের সুবাদে নিউজিল্যান্ডকে ৪০০এর আগেই থামিয়ে দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু লাভের লাভ কিছুই হলো না। উল্টো নিউজিল্যান্ডের পেসারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২২ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে ফেলেছে জো রুটের দল। ফলে স্বাগতিকরা এগিয়ে মাত্র ৩৭ রানে। চতুর্থ দিনেই তাই জয়ের সুবাতাস পেতে যাচ্ছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের ৩০৩ রানের জবাবে আগের দিনের ২২৯ রানের সঙ্গে আরও ১৫৯ রান যোগ করে সফরকারীরা। ৮৫ রানের লিড নিয়ে বল করতে নেমে ইংলিশ ব্যাটিং লাইন আপে রীতিমত কাঁপন ধরান কিউই পেসাররা। ৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, ১৮ রানেই ৩ উইকেট নিল ওয়েগনারের। স্পিনার অ্যাজাজ প্যাটেল ২৫ রানে পেয়েছেন ২ উইকেট।
৩ উইকেটে ২২৯ রান নিয়ে নেমে টেইলর-নিকোলস জুটিতে দিনের প্রথম ভাগ কাটিয়ে দেয় কিউইরা। তবে আগের দিনের দুই ব্যাটসম্যানের মতো সেঞ্চুরি হাতছাড়া করেছেন অভিজ্ঞ রস টেইলর। ওলি স্টোনের বলে ৮০ রান করে ফেরেন তিনি। এরপর নিকোলস, টম ব্ল্যান্ডেলদের মাঝারি ইনিংসে এগুতে থাকে নিউজিল্যান্ড।
শেষ দিকে রান বাড়ান প্যাটেল, হেনরিও। তাতেই কেন উইলিয়ামসনের দল পেয়ে যায় ৮৮ রানের লিড। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় বলেই সাফল্য আনেন হেনরি, ররি বার্নস ফিরিয়ে দিয়ে। বার্নস আউট হয়েছেন কোন রান না করেই। ১৭ রানের মাথায় ডম সিবলিকেও তুলে নেন এই হেনরি।
থিতু হওয়ার চেষ্টায় থাকা জ্যাক ক্রলিও হেনরির শিকার। টপ অর্ডারের এমন ধসের পর আর ঘুরে দাঁড়ানো হয়নি ইংল্যান্ডের। অধিনায়ক জো রুট মাত্র ১১ রান করে কাটা পড়েন প্যাটেলের বলে। ওলি পপকে ছেঁটে উইকেট নেওয়া শুরু ওয়েগনারের। তিনি পরে ফেরান ড্যান লরেন্স এবং মার্ক উডকেও।
৭৬ রানে ৭ উইকেট হারানো ইংল্যান্ড অবশ্য তিন অঙ্কে যেতে পেরেছে উডের কারণেই। নয় নম্বরে নেমে ৩৮ বলে ২৯ রান করেছেন তিনি। কিন্তু মূল ব্যাটসম্যানদের কেউ দাঁড়াতে না পারায় দ্বিতীয় ইনিংস ব্যাটিয় বিপর্যয়ই সঙ্গি স্বাগতিকদের। ফলে এজবাস্টন টেস্টে নিউজিল্যান্ডের জয় এখন একদম হাতের মুঠোয়।