পঞ্চগড় প্রতিনিধি
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন নিরপেক্ষ নির্বাচন হলে এখনও শতকরা ৮০ শতাংশ আসন বিএনপি পাবে। সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন আজকে যারা ক্ষমতায় আছে আমরা যে উন্নয়ন করেছি তার বাইরে আওয়ামীলীগ সরকার কি উন্নয়ন করেছে পারলে আওয়ামীলীগ জনগনকে দেখিয়ে দিক। এটা আওয়ামীলীগ দেখাতে পারবেনা। ব্যারিস্টার জমির উদ্দিন বলেন আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন চাই কারন তৎকালীন আওয়ামীলীগের দাবীর প্রেক্ষিতেই তত্তাবধায়ক সরকার ব্যাবস্থা আমরা সংবিধানে যুক্ত করেছিলাম।
কিন্তু উনারা সংবিধান থেকে তত্তাবধায়ক সরকার ব্যাবস্থা আওয়ামীলীগ বাদ দিয়ে দিলেন। পুলিশের সাহায্য না নিয়ে মাঠে এসে দাঁড়ালে বুঝা যাবে আওয়ামীলীগ কোথায় আছে আর আমরা কোথায় আছি। তিনি আওয়ামীলীগের উদ্দেশ্যে বলেন আগে সরকারের স্বদিচ্ছা দরকার যে তারা একটা নিরপেক্ষ নির্বাচন করবেন। তারপর সংবিধান সংশোধনের বিষয়টি আইনজ্ঞদের উপর ছেড়ে দেন। তিনি আরও বলেন এত ঝড় ঝাপটার বয়ে গেল বিএনপি’র মধ্যে তারপরও বিএনপি একটি বড় দল বাংলাদেশে।
তিনি আজ দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি কার্য্যালয়ের সামনে প্রতিবাদ সভায় এসব কথা বলেন। এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, এ্যাড,আদম সুফি,সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম ইসলাম, সাবেক যুব নেতা মির্জা নাজমুল ইসলাম কাজল,সাবেক ছাএ নেতা আব্দুলা আল মামুন রনিক সহ জেলা থানা ও পৌর এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।