পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটার কাঠালতলীর চৌরাস্তায় একটি মিথ্যা ঘটনায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কালা সমাদ্দারকে মারধর করে একটি মিথ্যা ঘটনায় ওই কালা সমাদ্দারসহ বাদল, মিলন, কালাম ও ছগিরক ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। কাঠালতলী ইউপি নির্বাচনে বিরোধের জের ধরে স্থানীয় এমাদুল, তার ছেলে রাসেল ও জনৈক ইউপি সদস্য প্রার্থী ওই কালা সমাদ্দার ওপর হামলা করে ফাঁসানোর চেষ্টা চালায়। ঘটনাটি ঘটেছে গত ২ মে। ওই ঘটনার পর থেকে এখনও বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা ও হুমকি দিয়ে আসছে ওই প্রতিপক্ষরা। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরঘাটা উপজেলার কাঠালতলী চৌরাস্তা সংলগ্ন কালিবাড়ী সড়কে গত ২ মে বিকেলে স্থানীয় বাদল, মিলন, কালাম ও ছগিরের ওপর হামলা চালায় প্রতিপক্ষ এমাদুল, তার ছেলে রাসেল ও জনৈক ইউপি সদস্য প্রার্থী । এতে কালা সমাদ্দার আহত হন। একই সঙ্গে ওই ঘটনায় বাদল, মিলন, কালাম ও ছগিরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এ সময় স্থানীয় মানুষজনকে জড়ো করে পয়সা পানিতে ভাসে ওই পয়সা তাদের কাছে রয়েছে এ মিথ্যা অভিযোগ তোলেন। এ সময় তাদেরকে তল্লাশি করে এ ধরনের কোন পয়সার অস্তিত্ব পাওয়া যায়নি বরং স্থানীয় কাঠালতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্য সমর্থন করার জের ধরে এ মিথ্যা ঘটনায় ফাঁসানোর চেষ্টা করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা। হামলার শিকার বাদল, মিলন, কালাম ও ছগির বলেন, ইউপি নির্বাচনের জের ধরে আমাদের মিথ্যা ঘটনায় ফাসানোর চেষ্টা করা হয়েছে। ইউপি নির্বাচন স্থগিত এর আগে নির্বাচন চলাকালীন আমাদের প্রতিপক্ষ এমাদুল, তার ছেলে রাসেল এবং মনির আমাদের ওপর হামলা চালায়। অভিযোগ অস্বীকার করে এমাদুল হক বলেন, তাদের ওপর আমরা হামলা করিনি, এ সময় স্থানীয় মানুষজনও ছিল। তবে ইউপি নির্বাচনে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ আছে বলে তিন জানান। এ ব্যাপারে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বলেন, অভিযোগের ব্যাপারে সত্যতা পাওয়া যায়নি, তবে মেয়ে দেখতে আসার একটি ঘটনা ছিল। যা তাদের বিরুদ্ধে নির্বাচনী বিরোধের জের ধরে এ ঘটনা হয়ে থাকতে পারে।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
- রূপগঞ্জে উপ-নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- বরগুনায় পিআইওর বিরুদ্ধে ৩০ টি মসজিদে টিআর বরাদ্দের ৩০ লাখ টাকা লোপাটের অভিযোগ
- পঞ্চমবারের মতো আইপিএল জিতলো চেন্নাই সুপার কিংস
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬
- তাপপ্রবাহ আরও বাড়তে পারে
- বিএনপি নেতা আমান-টুকুর সাজা বহাল