নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে করোনা ভাইরাস পরিস্থিতিতে গরীব, দুস্থ এবং অসহায় মানুষের মাঝে এডিপির অর্থায়নে সহায়তায় ত্রাণ বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তি যোদ্ধা জয়নাল আবেদীন। করোনা মহামারী চলাকালীন সময় থেকে জেলা পরিষদের এডিপির অর্থায়ন এবং ব্যক্তিগত উদ্দোগে জেলার গরীব অসহায় মানুষদের মাঝে সহায়তা হাত বাড়িয়ে যাচ্ছেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই সাধারন জনগনকে সহায়তা করছেন তিনি। যার ফলে নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনার চিকিৎসা নেয়াকালীন সময় ভাবনা ছিলো অসহায় মানুষদের নিয়ে। সুস্থ্য হতে না হতেই করোনার দ্বিতীয় ঢেউয়ে তিনি জেলার ০২ হাজার ৫শত পরিবারের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আবারো মাঠে নেমেছেন গরীব, দুস্থ্য ও কর্মহীন মানুষদের পাশে। এসব খাদ্য সামগ্রী ধারাবাহিক ভাবে বিতরন করে যাচ্ছেন তিনি। এরই ধারাহিকতায় শুক্রবার (১৮ মে) সকালে জেলা পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে ০১ হাজার পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন। প্রতি প্যাকেটে খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাল,১কেজি ডাল ও ১ কেজি সোয়াবিন তেল। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী জয়নুল আবেদীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ, সদস্য সাইদুর রহমান এ্যাপোলো, প্রভাষক আব্দুল হান্নান, মাহবুব জজ, মহিলা সদস্য শিউলি আক্তার, সিএটু চেয়ারম্যান শ্যামল সরকারসহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী উত্তম তরফদারের পরিচালনায় তিন শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে জেলা পরিষদের অর্থায়নে জেলায় ২৫ শত পরিবারকে সহায়তা প্রদান অব্যাহত থাকবে।