নীলফামারী প্রতিনিধি
নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মৃত্যু ও ভুয়া অভিভাবক বানিয়ে ভোটার লিস্ট চুড়ান্ত করার অভিযোগে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়েরসহ আদালতে মামলা করেছে অপর এক সদস্য পদ প্রার্থী। অভিযোগে জানা গেছে, প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা বিদ্যালয়ে পছন্দের ম্যানেজিং কমিটি নিতে বিধিকে তোয়াক্কা না করে মৃত্যু ও ভুয়া অভিভাবক বানিয়ে ভোটার লিস্ট চুড়ান্ত করছে। এমনকি প্রকৃতদাতা সদস্যদেরকে বাদ দিয়ে ভুয়া দাতা সদস্য বানিয়ে নীলফামারীর অগ্রনী ব্যাংকে ২০ হাজার টাকা জমা প্রদান করেছে।
এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদরের লক্ষীচাপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহন ছিল গত বছরের ১২ ডিসেম্বর, জমা ১৪ ডিসেম্বর, মনোনয়ন পত্র যাচাই/বাচাই ১৮ ডিসেম্বর এবং বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি মাসের ৫ই জানুয়ারী। মোট ভোটার সংখ্যা ২৮৬জন। বিভিন্ন পদে অভিভাবক সদস্য, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক প্রতিনিধি, সাধারণ ও মহিলা সদস্য, দাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য প্রতি জন ২০হাজার করে টাকা অগ্রণী ব্যাংকের অনুকূলে জমা দিয়ে দাতা সদস্য ও প্রার্থী হতে পারবেন। অফিসের নিয়ম মোতাবেক সব কিছু গ্রহন করার পর নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিš‘ প্রধান শিক্ষক ও সভাপতি উক্ত বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারী গৌতম চন্দ্র রায়কে সদস্য পদে নির্বাচন করার জন্য নীলফামারী অগ্রণী ব্যাংক শাখায় বিদ্যালয়ের হিসাব নং-০২০০০০৩৮৬-২৫২৫, চালান মূলে দাতা সদস্য হিসাবে ২০হাজার টাকা জমা প্রদান করেছেন।
একটি সূত্রে মতে জানা গেছে, বিধি মোতাবেক একই প্রতিষ্ঠানের কর্মচারী বিদ্যালয়ের দাতা সদস্য হতে পারবে না। গৌতম চন্দ্র রায় বিধি মোতাবেক দাতা সদস্য হতে না পারায় কৌশলে তার নাম বাদ দিয়ে উক্ত চালানে তার সহদর ভাই বিপ্লব চন্দ্র রায়কে দাতা সদস্য হিসাবে নিযুক্ত করেছেন। এমনকি প্রধান শিক্ষক ও সভাপতি বিভিন্ন কৌশলে ভূয়া নাম যাদের ক্রমিক নং- ১০৮, ১০৯, ১২৮, ১২৯, ১৪৪, ১৯৬, ১৭১, ১৯৮সহ প্রায় অর্ধশত ছাত্র/ছাত্রীদের অভিভাবদের নাম ভোটার লিস্টে অন্তরভূক্ত করার অভিযোগ পাওয়া গেছে। অভিভাবক সদস্য পদপ্রার্থী আবু সাইদ রোমান জানান, চলতি বছরে বিদ্যালয়ের কয়েকটি শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে।
প্রধান শিক্ষক ও সভাপতি নিয়োগ বানিজ্য করার জন্য পছন্দের লোককে ম্যানেজিং কমিটিতে আনার জন্য উঠে পড়ে লেগেছে। এ দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির অনিয়মের কারনে দাতা সদস্য শ্রী মহেন্দ্র নাথ রায় ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লক্ষীচাপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান বিদ্যালয়ের সুষ্ঠ নির্বাচন করার জন্য নীলফামারী সদর আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, দিনাজপুর শিক্ষা বোড চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারকে অভিযোগ দিয়েছেন। এদিকে দাতা সদস্য শ্রী মহেন্দ্র নাথ রায় চলতি মাসের ৪জানুয়ারী বাদী হয়ে প্রধান শিক্ষক ও সভাপতিকে বিবাদি করে নীলফামারীর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে নির্বাচন স্থগিতসহ সুষ্ঠ নির্বাচন করার জন্য একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৫/২০২৩। বিজ্ঞ আদালত বিদ্যালয়ের নির্বাচন স্থগিত করে বিবাদিকে ৭দিনের মধ্যে জবাব চেয়ে নোটিশ জারী করেন।