নীলফামারী প্রতিনিধি
নতুন ঘর পেলেন আরও ৫৩ হাজার ৩৪০টি পরিবার। মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের চাবী হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একই সাথে জেলার ১২৫০টি ঘরের চাবী হস্তান্তর করা হয়েছে। সদর উপজেলায় দ্বিতীয় ধাপে ১৫০টি ঘরের চাবী ভূমিহীন, গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়। দুপুরে উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে আনুষ্ঠানিক ৭৮টি ঘরের চাবী সুবিধাভোগীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময় একই সাথে এসব ঘরে শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আকতার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) লিজা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ ও খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান প্রমূখ।