ইনসান সাগরেদ, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ইউপি নির্বাচনে মা ও মেয়ের চলছে ভোট যুদ্ধ।সরেজমিনে ঘুরে জানাযায় পঞ্চগড়ের ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্ব›িদ্বতা করছেন মা-মেয়ে। এসব ওয়ার্ডে মোট ৫জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী দাড়িঁয়েছেন। এর মধ্যে মা জীবন নাহার ও মেয়ে বুলবুলি আক্তার ও রয়েছেন। তবে মা-মেয়ের নির্বাচনী লড়াইয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ ভোটারদের মাঝে।চায়ের দোকান থেকে পানের দোকানে সব খানেই চলছে মা ও মেয়ের ভোটে দাঁড়ানোর আলোচনা।তাদের নিয়ে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ভোটারদের মধ্যে চলছে খুনসুটি। এলাকায় তৌরি হয়েছে চাঞ্চল্যকর পরিবেশ। নানা প্রতিশ্রæতি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মা-মেয়ে। প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই একে অপরের থেকে কেউ। তেঁতুলিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩নং সদর ইউপি নির্বাচনে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে হেলিকপ্টার মার্কা নিয়ে জীবন নাহার ও বক মার্কা নিয়ে বুলবুলি আক্তার নামের মা-মেয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। মা ও মেয়ের ভোটে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী জীবন নাহার জানান, আমি দুই বার ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে জয়লাভ করেছি, জনগণ আবারও আমাকে নির্বাচিত করতে চায়। আমার মেয়ে বুলবুলি আমাকে না জানিয়ে হঠাৎ করে নির্বাচনে দাঁড়িয়েছে। সে নির্বাচন করতেছে করুক আমার কোন আপত্তি নাই, কিন্তু জনগণ বলছে আপনি থাকতে আপনার মেয়ে কেন দাঁড়িয়েছে? মেয়ে বুলবুলি আক্তার বলেন, এলাকায় আমার জনপ্রিয়তা আছে। সাধারণ ভোটাররা আমাকে নির্বাচনে অংশগ্রহণ করার আশা জুগিয়েছি।তারই ফলশ্রুতিতে আমি সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, ভোটারদের সাড়াও পাচ্ছি ব্যাপক। কথা হয় ৭,৮ ও ৯নং ওয়ার্ডের কয়েকজন ভোটারের সাথে তারা বলেন, তাদের মধ্যে যে যোগ্য তাকে নির্বাচিত করবেন তারা। নির্বাচিত হবার পর তাদের পাশে সুখে-দুখে থাকবে এমন প্রার্থীকেই এবারে ভোট দিবেন তারা। তবে বিপাকে পড়েছেন মা-মেয়ের নিকটতম আত্মীয় ভোটাররা। তাদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। দুজন প্রার্থীই তাদের আপন। কাকে ভোট দেবেন এ নিয়ে পড়েছেন বিপাকে তারা।