মোঃ মনিরুল ইসলাম, পটুয়াখালী
পটুয়াখালী পৌর শহরের সবুজবাগস্থ পিটিআই সড়ক এলাকায় নির্মাণ কাজে বাধা প্রদান, বসতঘরে হামলা ও ৫০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, ওবায়দুল ইসলাম বাদল এর স্ত্রী মাহমুদা বেগমের রের্কডীয় নিজ ভোগ দখলীয় জমিতে বসত ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে মোঃ কামাল হোসেন (৩৫), মোঃ আরিফুল হক সোহান (৩০), মোসাঃ হেলেনা বেগম (৬০), মোসাঃ সুনিয়া বেগম (৫৮), মোঃ হেলাল উদ্দিন (৬০) নির্মাণ কাজে বাধা প্রদান, বসতঘরে হামলা ও ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এঘটনাটি ঘটেছে ৩০ মে রবিবার রাত আনুমানিক ১০টায়। কাজে বাধা প্রদানকারীরা সম্পর্কে ওবায়দুল ইসলাম বাদলের ভাই ও বোন। এবিষয়ে ওবায়দুল ইসলামের মা রিজিয়া বেগম জানান, যে পটুয়াখালী মৌজার জেএল নং-৩৮, দাগ নং-৮০৮৯ এর ১২শতাংশ জমির মালিক সে ও তার স্বামী মৃত আলহাজ্ব আবদুর রাজ্জাক মিয়া। উক্ত জমি সে এবং তার স্বামী জীবিত অবস্থায় ১৯৯২ সালে তাদের ছেলে ওবায়দুল ইসলাম বাদলের নামে দলিল করে দেন। যার দলিল নং-৬৩০৩, তাং- ২৯.১১.৯২। সেই জমিতে একটি টিনসেড বসতঘর ও সামনে ৫টি স্টল নির্মাণ করে ওবায়দুল ইসলাম বাদল ২৫ বছর ধরে ভোগ দখল করে আসছেন। ২০২১ সালে সেই জমি ওবায়দুল ইসলাম বাদল তার স্ত্রী মাহমুদা বেগম এর নামে কবলা দলিল করে দেয়, যার দলিল নং-৩৩৯, তাং-২০.০১.২১ইং। এই সূত্রে ১২ শতাংশ জমি মাহমুদা বেগমের নামে রের্কড হয় এবং সে পৌর কর প্রদান করে আসছেন। বর্তমানে তাদের বসত ঘরের প্রয়োজন হওয়ায় উক্ত জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করলে তার অন্যান্য ছেলে, মেয়ে ও নাতীরা নির্মাণ কাজে বাধা প্রদান করেন এবং পূর্বের বসত ঘরে হামলা চালিয়ে জানালার কাঁচ ভাংচুর সহ ধারালো অস্ত্র দিয়ে দরজা কুপিয়ে ভাঙ্গার চেষ্টা চালায়। তিনি আরও জানান তার প্রত্যেক ছেলে মেয়ের নামে আদালা আলাদা জমি দলিল করে দেওয়া আছে। এই ১২ শতাংশ জায়গায় ওবায়দুল ইসলাম বাদল ব্যতীত তার অন্য কোন ছেলে মেয়েদের মালিকানা নেই। এবিষয়ে ওবায়দুল ইসলাম বাদল ও তার স্ত্রী মাহমুদা বেগম জানান, তারা কাজেই শুধু বাধা প্রদান করেন নাই ৫০ লক্ষ টাকা দাবী করেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এঘটনায় শহিদুল ইসলামের সাথে তার মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- পঞ্চমবারের মতো আইপিএল জিতলো চেন্নাই সুপার কিংস
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬
- তাপপ্রবাহ আরও বাড়তে পারে
- বিএনপি নেতা আমান-টুকুর সাজা বহাল
- সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী
- মাগুরায় জুয়া খেলায় আটক ৭
- আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন করল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ