পটুয়াখালী প্রতিনিধি
পঢুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের দক্ষিণ বিঘাই গ্রামের মাসুদ বেপারী হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবীতে ১০ নভেম্বর বুধবার দুপুর ২ টায় এলাকার সর্বস্তরের জনগণ এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করে। এ মানববন্ধনে নিহত মাসুদ বেপারীর বাবা মোঃ লতিফ বেপারী আবেগ আপ্লুত কন্ঠে বলেন আমার ছেলে এলাকার মানুষের কাছে নিরপরাধ, ন¤্র ও ভদ্র একটি ছেলে ছিল। সন্ত্রাসীরা আমার ছেলেকে গত ৫ নভেম্বর গভীর রাত্রে কুপিয়ে হত্যা করে আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি হত্যাকারীরা যেই হোক আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই আর যেন কেউ এমন হত্যার স্বীকার না হয়। স্থানীয়দের মধ্যে আরো বক্তব্য রাখেন বর্তমান মেম্বার খন্দকার মাইনুল হাসান জিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন খন্দকার তারাও এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী করেন। উল্লেখ্য গত ৫ নভেম্বর শুক্রবার দিবা গত রাত্রে আনুমানিক ১২ টারদিকে দুর্বৃত্তদের হাতে মাসুদ বেপারী নিহত হয় নিহতের লাশ গনি সিকদারের বাড়ীর পাশে (শ্যামল ডাক্তারের বাড়ীর সামনে) রাস্তার পশ্চিম পাশে ডোবার মধ্যে থেকে উদ্ধার করে পুলিশ। এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন খলিল হাওলাদার (২৫), আলামিন (২৬), রাহাত মাঝি (৩৭) ও রাসেল (২৪) এদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়।