পটুয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ কৃষকলীগ পটুয়াখালী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা শুক্রবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষকলীগ পটুয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলী হোসেন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সরদার সোহরাব হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের সাংগঠনিক সমন্বয় কমিটির সদস্য সচিব এ্যাডঃ গাজী জসিম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক বরিশাল বিভাগের সাংগঠনিক কমিটির সদস্য সৈয়দ শওকত হোসেন শানু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বরিশাল বিভাগের সাংগঠনিক কমিটির সদস্য নিউ নিউ খেইন। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ কে এম খায়রুল আহসান খায়ের, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি কালাম ফকিরসহ বাংলাদেশ কৃষকলীগ পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।বাংলাদেশ কৃষকলীগ পটুয়াখালী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখা কৃষকলীগের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহবান জানান।