পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী রিপার্টার্স ইউনিটির আগামী ১বছরর জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়ছ। গত ১৩ মে শুক্রবার রাত ৮টায় বনানী মোড়স্থ পটুয়াখালী রিপার্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয় এ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এসময় পটুয়াখালী রিপার্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ জাকারিয়া কাওছার বাবু (দৈনিক দক্ষিনের সময়) এবং সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাসুদ(দৈনিক আমাদের কন্ঠ)। কার্যনির্বাহী কমিটির অন্যারা হলেন- সিনিয়র সহসভাপতি মোঃ গোলাম সরোয়ার বাদল প্রকাশক ও সম্পাদক (পটুয়াখালী প্রতিনিধি), সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ঢাকার ডাক), যুগ্ম-সাধারন সম্পাদক এম.কে রানা ( চ্যানেল টুয়েন্টি ফোর), কোষাধ্যক্ষ দুলাল কৃষ্ণ নন্দী (স্বাধীন বাংলা), আইন বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা(বাংলাদশ সমাচার)১নম্বর কার্যনির্বাহী , সদস্য- এম, নিয়াজ মোর্শেদ (বাংলাদেশের আলো),সদস্য হুমায়ূন কবির (বাংলা টিভি) শফিকুল ইসলাম সুমন (নাগরিক টেলিভিশন) সোহেল রানা (সরজমিন বার্তা)।