এনাম আহমেদ
সৎ ভাই হাজী মোঃ ওলী মিয়া মাতুব্বর ও তার ছেলে আজিবর রহমান, মুজিবুর রহমান ও মফিজুর রহমান গ্রাম-বামনারটেক, ডাকঘর- বামনারটেক, থানা- তুরাগ, জেলা- ঢাকা। এদের নানা ধরনের হুমকি-ধামকি ও ছল-চাতুরিতে দীর্ঘদিন যাবৎ সুফিয়া খাতুন তার মূল পৈত্রিক সম্পত্তির ওয়ারিশ থেকে বঞ্চিত হচ্ছে। সুফিয়া খাতুনের পিতা-মৃত কুদরত আলী, মাতা-মৃত হাজেরা খাতুন, কুদরত আলীর মোট সম্পত্তির পরিমাণ ৪৩১ শতাংশ। দুই মেয়ে ছিল ছোট মেয়ে মারা যায় বড় মেয়ে সুফিয়া খাতুন বেঁচে আছেন। সুফিয়া খাতুনই সম্পত্তির মূল ওয়ারিশ। সুফিয়া খাতুনের পিতা-কুদরত আলী জীবিত থাকা অবস্থায় সুফিয়া খাতুনকে ৩০/০৩/১৯৮১ ইং সালে ১৪ শতাংশ জমিন দিয়ে যান। উল্লেখ্য-সুফিয়া খাতুনের মা হাজেরা খাতুনের প্রথম স্বামী মোঃ আব্দুল মজিদ-এর এক ছেলে হাজী ওলি মিয়া মাতুব্বর। ওলি মিয়া মাতুব্বরের তিন ছেলে আজিবর, মজিবর ও মফিজুর। সুফিয়া খাতুনের ‘মা’ হাজেরা খাতুনের প্রথম স্বামী আব্দুল মজিদ মারা যাওয়ার পর হাজেরা খাতুন দ্বিতীয় বিয়ে করেন কুদরত আলীকে। এসকল সম্পত্তির মূল মালিক হলেন কুদরত আলী আর ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির দাবিদার সুফিয়া খাতুন। ডৌড়, কামারপাড়া ও রানাভোলা মৌজার এস, এ খতিয়ান নং- ১৬৭ দাগ নং-৬৬৬, ৬৬৮, ৬৬৯ এবং আর, এস খতিয়ান নং-১২৮, ১১৯ দাগ নং-৮০৪, ৮০৮, ৮০৯, ৮১০, ৮১১, ৮১২, ৮১৩, ৮১৪, ৮১৫, ৮১৬ দাগে মোট জমির পরিমাণ-৪৩১ শতাংশ মালিক কুদরত আলী। নানা কৌশলে হুমকি-ধামকি দিয়ে এই সম্পত্তি থেকে বঞ্চিত করছে সুফিয়া খাতুনের মায়ের প্রথম স্বামীর ছেলে হাজী ওলী মিয়া মাতুব্বর ও তার ছেলেরা। সুফিয়া খাতুনকে ওয়ারিশ সম্পত্তি বুঝিয়ে না দিয়ে আত্মসাৎ করে দীর্ঘদিন যাবত জোর-জবরদস্তি দখল করে খাচ্ছে। প্রাপ্য জমির দাবি নিয়ে ওলি মিয়া মাতুব্বরের কাছে গেলে ওলি মিয়া মাতুব্বর ও তার ছেলেরা সুফিয়া বেগম ও তার ছেলে জাফরকে নানা ধরনের হুমকি-ধামকি ও মেরে ফেলার হুংকার দিচ্ছে। উপায়ান্তর না দেখে সুফিয়া খাতুন ও তার ছেলে মোঃ জাফর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হয়েছিলেন। তারাও কোনো ব্যবস্থা নিতে পারেননি এমত অবস্থায় তাদের আর্থিক অবস্থাও তেমন ভালো না। কোর্টে মামলা করার মত অর্থকরী খরচ করার টাকা তাদের নেই। এ অবস্থায় তারা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের কাছে সহযোগিতার জন্য যায় এবং বিভিন্ন সংগঠনে অভিযোগ করেন। এতে সুফিয়ার সৎ ভাই ও তার তিন ছেলেরা ক্ষিপ্ত হয়ে ভয়-ভীতি দেখায় এমনকি জানে মেরে ফেলারও হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে সুফিয়া খাতুনের ছেলে জাফর গত ২৪/০৬/২/২০২১ ইং তারিখ গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন জিডি নং-১৩৬১। পরবর্তীতে গত ০৩/০৮/২০২১ ইং তারিখ সুফিয়া খাতুনের ছেলে মোঃ জাফর আইন সহায়তা ফাউন্ডেশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় আইনি সহায়তা পাওয়ার জন্য লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ পেয়ে মানবাধিকার সংস্থার কর্মকর্তারা সরেজমিনে তদন্তের জন্য যান তাদেরকে ওলী মিয়া মাতুব্বর ও তার ছেলেরা সহযোগিতা না করে নানা ধরনের ভয়-ভীতিও দেখান। বিভিন্ন জায়গায় অভিযোগ করার ফলে ওলি মিয়া মাতুব্বর ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে জাফর ও তার মা সুফিয়া খাতুনকে মোবাইল ফোনে নানাভাবে হুমকি দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সুফিয়া খাতুনের ছেলে জাফর থানায় উপস্থিত হয়ে গত ২৩/০৮/২০২১ ইং তারিখ উত্তরা পশ্চিম থানা ডিএমপি ঢাকা সাধারণ ডায়রি করেন। জিডি নং-১৪৬৬।
মোঃ জাফর (৩৯), পিতা- মৃত মোঃ আলাউদ্দিন, মাতা- সুফিয়া খাতুন গ্রাম-তারতপাড়া, ডাকঘর- ধীরাশ্রম, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর। অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন গত ১৮/১০/২০২১ইং আইজিপি বরাবর বিস্তারিত উল্লেখ করে একটি অভিযোগপত্র দেন। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন কোন সু-ব্যবস্থা গ্রহণ করেননি। একটি অসহায় পরিবার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জনের দরজায় দরজায় ঘুরেও কোন সুফল পায়নি। তাই এই অসহায় পরিবারটি তার ন্যায্য পাওনা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সাধারণ নিরীহ মানুষের দরদী, প্রধানমন্ত্রী মমতাময়ী মায়ের কাছে সুফিয়া খাতুনের আবেদন দুর্ধর্ষ সন্ত্রাসীদের হাত থেকে তার ন্যায্য পাওনা পৈত্রিক সম্পত্তিটুকু যাতে সে পায় তার জন্য সু-ব্যবস্থা করেদিন।