সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে ময়লার ভাগাড় পথচারীদের দুর্ভোগ পৌর কর্তৃপক্ষ উদাসীন। এমনটি দেশের আর কোথাও দেখা না গেলেও দেশের সবচেয়ে পুরাতন পৌরসভা ব্রাহ্মণবাড়িয়ার শহরে নিত্যদিনই দেখা যাচ্ছে। পৌরসভার কার্যালয় থেকে মাত্র ১৫০ মিটার দূরত্বে আধুনিক পৌর সুপার মার্কেট অবস্থিত। গত দুই বছর পূর্বে আকাশচুম্বী ভবন নির্মাণের উদ্দেশ্যে মার্কেটটি ভাঙা হয়েছে যা এখন ময়লা ভাগাড়ে পরিণত হয়েছে। শহরের বাণিজ্যিক ও ব্যস্ততম এলাকা বলতে কোর্টরোডকেই গুরুত্ব দেয়া হয়। এ সড়কে রয়েছে শহরের আভিজাত শ্রেণির মার্কেট পৌর আধুনিক সুপার মার্কেট, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সিটি সেন্টার, এফএ টাওয়া, আনিছ প্লাজা, সিদ্দিক প্লাজা, বাবুল টাওয়ার, গ্রীণ সুপার মার্কেট, এফসি টাওয়ারের মত মার্কেট। এছাড়াও রয়েছে ব্যাংক এশিয়া, শাহজালাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এবি ব্যাংক, ইউসিবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, উত্তরা ব্যাংক ও রুপালী ব্যাংক। বড় বড় শপিংমল থাকার পরও কারণে বা অকারণে আধুনিক পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ শুরু করতে না পারায় শহরের অধিকাংশ ময়লা-ই মার্কেটের খালি জায়গায় পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় শহরের বিভিন্ন স্থান থেকে ময়লা বোঝাই করে এনে এখানে ¯‘প করা হয়! দুর্গন্ধে আশপাশে পথাচারীদের হাঁটা চলা এখন দায়! এছাড়াও পৌর কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে শহরের কাউতলি স্টেডিয়ামের পূর্বাংশে, দক্ষিণ মৌড়াইল, ফারুকী পার্ক, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লার ভাগাড় বানিয়ে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শামীম আহমেদ বলেন, আমি নিশ্চিত এখানে পৌরসভা কর্তৃক সৃষ্ট ময়লা আবর্জনার আমদানি-রপ্তানি কার্যক্রমটি কোন মহল ভালো চোখে দেখছেন না এবং এটা কোন সভ্য জাতি মেনে নেয়ার কথা নয়। এখানে দুটি বিষয় প্রতীয়মান; একটি নাকচিপা/দমবন্ধ করে স্থান ত্যাগ করা আরেকটি হলো পৌর কর্তৃপক্ষকে অকাট্য ভাষায় গালিগালাজ করা! আমি জানিনা কর্তৃপক্ষ বিষয় দুটি কিভাবে নিচ্ছেন! তবে শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের কার্যক্রম আমরা প্রত্যাশা করি না। পৌর কর্তৃপক্ষ বিষয়টি আন্তরিকতার সাথে বিবেচনা করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। এমন অভিযোগের বিষয়টি পৌর মেয়র মিসেস নায়ার কবিরকে জানালে তিনি বলেন, ময়লাতো পৌরসবাসীই করেন। আমাদের এখানে পর্যাপ্ত ডাম্পিংয়ের ব্যবস্থা না থাকায় এখন এখানে কিছুদিনের জন্য ময়লা রাখা হয়েছে। তবে গত মঙ্গলবার রাত থেকে ময়লাগুলো এখান থেকে সড়ানোর ব্যবস্থা করা হয়েছে। আজ কে বা কারা ময়লা ফেলেছে তা আমার জানা নেই। যেহেতু এখানে শপিংমল হবে সেহেতু এখানে স্থায়ী ময়লা রাখার কোন ভাবনা আমাদের নেই। শপিংমলের কাজ শুরু হলে ময়লা রাখা বন্ধ হয়ে যাবে বলে তিনি নিশ্চিত করেন।
শুক্রবার, ফেব্রুয়ারি ৩
সংবাদ শিরোনাম
- ভালোবাসা দিবসের নাটক “গল্পটা মজনু’র”
- ফকিরহাটে ২০ হাজার টন চাল জব্দ
- বরগুনায় ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে ভ্যাট অফিসের কর্মচারী, কর্মকর্তারা, বিপাকে ব্যবসায়ীরা
- ময়মনসিংহে আলোচিত বাবা-ছেলে খুনের ২৪ ঘন্টায় গ্রেফতার ৪
- গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ
- আইএমএফ ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন
- মানুষকে বিভ্রান্ত করা রাজনীতির অংশ হতে পারে না: শিক্ষামন্ত্রী