মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় পোস্ট অফিসের দুইটি ৫০ বছর বয়সী পুরানো কালি কড়ই গাছ পদ্মার ভাঙ্গনের মুখে পরেছে। গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকাবাসীর উপস্থিতিতে ওই গাছ দুটির নিলামে বিক্রি হয়েছে। ৫জন ব্যক্তি নিলামে অংশগ্রহণ করেন। দর কষাকষির শেষে চূড়ান্ত পর্যায়ে ৮৪ হাজার টাকায় মিজানুর রহমান খান গাছ দুটি’র বিট পান। বর্তমানে পদ্মার শাখা নদী দিঘীরপাড় পোস্ট অফিসের নিকটবর্তী অবস্থান করছে। নদী গর্ভে বিলীন হবার ঝুঁকিতে থাকায় গাছ দুইটি নিলামে বিক্রিয় করা হয়। নিলামে অংশগ্রহণ করেন,মিজানুর রহমান খাঁন, সাইফুল আলম লিটন হালদার, আল-আমীন খাঁন ১, মফিজল ইসলাম এবং আল-আমীন খাঁন। জেলা পোস্ট মাস্টার মোসলেম হালদার নিলামের আনুষ্ঠানিকতা শুরু করে বলেন, নিলামে কোনো রকম দূর্নীতির সুযোগ নাই। আমরা সর্বোচ্চ দামে বিক্রিয় করার প্রচেষ্টা করবো। গাছ দুটি বিক্রি করে যে টাকা আসবে সমস্ত টাকা সরকারের রাজস্ব খাতে জমা হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা পোস্ট অফিস পরিদর্শক, আব্দুর রহিম মিয়া, জেলা পোস্ট অফিস সহকারী পরিদর্শক (মেইল) দীন ইসলাম,টঙ্গীবাড়ী উপজেলা বন বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন, দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, ইন্সপেক্টর জুয়েল হোসেন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।