মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ৯টায় সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, কর্ণেল মালেক মেডিকেল কলেজ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, এলজিইডি, সরকারী দেবেন্দ্র কলেজ, সরকারী মহিলা কলেজ সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান অংশ নেয়। এ উপলক্ষে তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পৌর মেয়র মো. রমজান আলী, সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম, জেলা আ’লীগের সভাপতি এড. গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন সহ অনেকেই অংশ নেন।
সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, পদ্মা সেতু আমাদের গর্ব, কারণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা নির্মাণকরে বিশ্বকে আমাদের সক্ষমতার কথা জানিয়ে দিলাম। আমরা পিছিয়ে নেই, আমরাও এগিয়ে যাচ্ছি।