ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল থানা ও উপজেলা প্রশাসন আলাদা আলাদা আনন্দ র্যালি করেছে। গতকাল ২৫ জুন শনিবার সকাল ৯ টায় ত্রিশাল থানা পুলিশের উদ্যোগে থানা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় থানা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.এন.এম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, পৌরসভার প্যানেল মেয়র (১) রাশিদুল হাসান বিপ্লব, থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক, সেকেন্ড অফিসার মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অপর দিকে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেয়ে পুণরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.এন.এম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, মোজাহিদ খান ভোলা প্রমুখ।