জয়পুরহাট প্রতিনিধি
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সারাদেশের ন্যায় জয়পুরহাটেও জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠে এসে শেষ হয় এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, পুুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, সাধারণ সম্পাদক জাকির হোসেন মÐল সহ সরকারি- বেসরকারি কর্মকর্তারাগণ। উল্লেখ্য যে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে সম্পূর্ণ শহর জুড়ে যেন একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।