শিবচর, মাদারীপুর প্রতিনিধি
জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেছেন, ‘দক্ষিণবঙ্গের অর্থনৈতিক মুক্তির নামই হচ্ছে পদ্মা সেতু। আজ বৃহস্পতিবার (০২জুন) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে উপজেলা চত্তরে জেলেদের মাঝে গরু,ও ভ্যান বিতরণ করেন , এরপর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ উদ্ভোধন করেন। এরমাঝে শিবচর উপজেলার বড় বাহাদুর পুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুন শিবচরে আসবেন প্রধানমন্ত্রী। এ পদ্মাসেতু শুধু স্বপ্নের সেতু নয়, পদ্মা সেতু অর্থনৈতিক মুক্তির সেতু।
এ সেতুর ফলে আমাদের এ অঞ্চল অর্থনৈতিকভাবে আরও বেশি সমৃদ্ধ হবে। তিনি বলেন, পদ্মাসেতু শুধু এইনা যে ঢাকায় যাওয়া বা আসতে সময় কম লাগবে, পদ্মাসেতু হচ্ছে এই আপনার ফসল দ্রæত গিয়ে বিক্রি করতে পারবেন বানিজ্যিকভাবে লাভোবান হবেন তিনি আরও বলেন এর পাশাপাশি বিভিন্ন কল কারখানা গড়ে তুলবে তারদ্বারা আমার উপজেলার কর্মসংস্থান এর ব্যাবস্থা হবে। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এম রকিবুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরাসহ অন্যরা