জুবায়ের আল মামুন, পিরোজপুর:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মুছলিহীন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল আজ শনিবার ১৪ রমজান ১৬ ই এপ্রিল বিকাল ৪ টায় স্থানীয় পুরাতন ঈদগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মোঃ বেলাল হোসাইন কেন্দ্রীয় মোবাল্লীগ নেছারাবাদ দরবার শরীফ। তিনি তার বক্তব্যে বলেন সকলের উচিৎ পবিত্র কুরআন শিক্ষা করা এবং আমল করা।
পৃথিবীতে একমাত্র আল কুরআনের লক্ষ লক্ষ হাফেজ আছে যা অন্য কোন ধর্ম গ্রন্থের নাই। মহান আল্লাহ মানবের কলবের মধ্যে পবিত্র আল কুরআনকে সংরক্ষিত রেখেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর আলহাজ্ব আব্দুল জলিল আকন, নির্বাহী সভাপতি, মুছলিহীন পিরোজপুর জেলা শাখা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এস,এম সোহেল বিল্লাহ কাজল, সাধারন সম্পাদক,মুছলিহীন পিরোজপুর জেলা শাখা। মিলাদ শেষে মানব জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। এর পরে উপস্থিত রোজারদের ইফতারী বিতরন করা হয়।