সিলেট ব্যুরো
সিলেট নগরীর কাজীটুলাস্থ উচাঁসড়ক এলাকার ৫ তলা ভবন থেকে পড়ে রাবিদ আহমদ নাজিম (২৭) নামের যুবকের মৃত্যুকে হত্যা দাবি করেছে তার পরিবার। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় রাবিদের আহমদ নাজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে সোমবার (০৭ জুন) রাতে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন তার পিতা আব্দুন নূর। মামলায় নাজিমের সঙ্গে এক ফ্ল্যাটে থাকা শাহনিয়া বেগমকে (৩০) প্রধান আসামী, তার ভাই আকবর (২৬) ও ইয়ামিনকে (২৪) আসামী করা হয়েছে। এরপর তাদের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নাজিম সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আটগাঁও কেউয়া গ্রামের আব্দুন নুরের ছেলে। নাজিম ঊঁচাসড়কস্থ চৌধুরী ভিলা নামক ৫ তলা বাসার পঞ্চম তলার বি/৫ ফ্ল্যাটটি খালাতো ভাই-বোন পরিচয়ে শাহনিয়া বেগম ও তার ভাই আকবরের সঙ্গে ৫ তলা বাসার পঞ্চম তলায় ভাড়া নিয়ে বসবাস করছিলো। এদিকে, গ্রেফতারের পর থেকে পুলিশ শাহনিয়াকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করলেও তিনি মুখ খুলছেন না। একইভাবে শাহনিয়ার দুই ভাই আকবর ও ইয়ামিন মুখ খুলছেন না পুলিশের জিজ্ঞাসাবাদে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আবু ফরহাদ বলেন, গ্রেফতারকৃতরা কোন তথ্য দিতে চাচ্ছে না। তারা কোনভাবেই মুখ খুলছে না। এজন্য তাদেরকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ওসি জানান, নাজিম যে কক্ষে থাকত সেখান থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে। এর আগে, সোমবার (০৭ জুন) সকালে নগরীর কাজিটুলার ঊঁচাসড়কস্থ চৌধুরী ভিলা নামক ৫ তলা বাসার নিচ থেকে পড়ে রাবিদ আহমদ নাজিম গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দুপুরে সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার (০৮ জুন) নিহত নাজিমের চাচা বলেন, তার ভাতিজা ৫ তলা থেকে পড়ে মৃত্যু হয়নি। তাকে আগে কোনো কিছুর মাধ্যমে অসুস্থ করে পরে ওই ভবন থেকে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমরা মামলা দায়ের করেছি তদন্তে আসল রহস্য বেড়িয়ে আসবে। তিনি জানান, হাসপাতাল থেকে আমরা জেনেছি যে, নিহত নাজিমের ভর্তি তথ্যে গড়মিল রয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে যারা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান, এসময় তারা পড়ে গিয়ে আঘাত পেয়েছে উল্লেখ করে হাসপাতালে নাজিমকে ভর্তি করান। ভর্তির তথ্যে তারা আহত নাজিমের নাম ‘রাবিদ’ লিখান। এমনকি ঠিকানার জায়গায় দক্ষিণ সুরমা থানার সিলাম এবং পিতার নাম আনোয়ার হোসেন লিপিবদ্ধ করান। আর এতেই বুঝা যায় এখানে কোনো কারণ থাকতে পারে।
শুক্রবার, জুন ২
সংবাদ শিরোনাম
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা
- কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
- খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
- রূপগঞ্জে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদারের মৃত্যু
- আইএমএফের পরামর্শ মেনে বাজেট করেনি সরকার: অর্থমন্ত্রী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিফট কিনতে ৬ জনের তুরস্কে যাওয়া স্থগিত