শাহীন মুন্সী, স্টাফ রিপোর্টারঃ
এইচএসসি ও সমমান পরিক্ষার প্রথম দিনেই পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় প্রথমে গোপালগঞ্জ জেলা সদরের গোপালগঞ্জ সরকারি কলেজ এর পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, কলেজের অধ্যক্ষ মোঃ ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ সদর উপজেলার নিবার্হী অফিসার (ইউএনও) এম. রকিবুল হাসান ও ট্যাগ অফিসার ডাঃ প্রভাস চন্দ্র শেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোপালগঞ্জ।
পরে সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলার উদ্দেশ্যে রওনা করেন জেলা প্রশাসক। সকাল ১১টা ২০ মিনিটের সময় মুকসুদপুর পৌঁছে বেশকয়েকটি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, নকলমুক্ত, শান্তিপূর্ণ পরিবেশ এবং কোন ধরনের প্রাকৃতিক দূর্যোগ ছাড়াই গোপালগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলো আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার ও দায়িত্বরত কর্মকর্তাদের কঠোর নজরদারিতে রয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানাগেছে এইচএসসি ও সমমান পরীক্ষায় এবছর গোপালগঞ্জে ২১টি কেন্দ্রের মাধ্যমে ১০ হাজার ৯শত ৬০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করছে।