স্টাফ রিপোর্টার
রাজধানীর পুরানা পল্টন এলাকায় একটি ব্যবসা প্রতিষ্টানে হামলার ঘটনা ঘটেছে। ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক ও পজিশন মালিকানা নিয়ে আদালতে বিচারাধীন মামলা রয়েছে। কিন্তু এরই মধ্যে একটি দোকানের জায়গার মালিকের কেয়ারটেকারের উপর হামলা করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, রাজধানীর পুরানা পল্টন এলাকার সোলেমান প্লাজায় তৃতীয় তলার ১৩ নম্বর রুমের স্বত্তাধিকারি মুরাদ আলী সামসুদ্দিন। তিনি ২০১৮ সালের আগস্ট মাসে মো. বাকি বিল্লাহ নামের এক ব্যক্তির কাছে চুক্তিপত্রের মাধ্যমে ভাড়া দেন।
বাকিবিল্লাহর হয়ে সেটি দেখাশোনার দায়িত্বে ছিলেন অন্যজন। এক পর্যায়ে চক্রান্ত করে বাকি বিল্লাহ ওই দোকানের মালিকানা দাবি করে ভাড়া দেয়া বন্ধ করে দেন। শুধু তাই নয়, মুরাদ আলী সামসুদ্দিনকে না বলে মো. জোবাযের আহমেদ নামের আরেক ব্যক্তির কাছে ভাড়া দিয়ে দেন বাকি বিল্লাহ। পরর্বতীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত ভাড়ার টাকা মালিক মুরাদ আলী সামসুদ্দিন আদায় করে তা আদালতে জমা দিতেন।
বিষযটি আদালতে মিমাংসা হওয়ার আগেই গত রোববার হাসান ট্রেডার্স এ হামলা করে বাকি বিল্লাহর লোকজন। অভিযোগ রয়েছে, এ হামলায় মো. জোবায়ের আহমেদ, মো. বশির, মো. সোয়াইবুর রহমান, মেহেরাব হোসেন, মো. আবুল হোসেন, মো. মোকলেছ, মো. মনির ও জোবায়ের দুই ভাগনেসহ আরো অজ্ঞাত ২০/২৫ জন অংশ নেয়। পরে এ ঘটনায় পল্টন থানায় একটি অভিযোগ দায়ের করেন কেয়ারটেকার মশিউর রহমান সাজু। জানতে চাইলে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, আসলে মার্কেটটির মূল মালিক দোকানের পজিশন মালিকদের মধ্যে বিরোধের ঘটনা এটি। কয়েকমাসের ভাড়া বকেয়া থাকা ও ভাড়া বৃদ্ধি করতে চাইলে একটি ঘটনার সৃষ্টি হয়। এটাকে হামলা বলা যাবে না। পজিশন মালিক ও মূল মালিকদের মধ্যে ভাড়া সংক্রান্ত বিষয়ে আদালতে মামলাও রয়েছে।