ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪২৯ বাংলা নববর্ষের মঙ্গল শুভাযাত্রা ও অর্ধদিনের অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. শাহগীর আলম এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় মঙ্গল শুভাযাত্রায় সকল বাঙালি সকল শ্রেণির মানুষের অংশগ্রহণে লোকজ সংস্কৃতির নানান উপকরণ পালকি, জেলে, কুমার, কৃষক, গাঁয়ের বধু, লাঠি খেলা, ঢাক-ঢোল, মোরগ লড়াই, ঘোড়ার গাড়ি, পুতুল নাচ, নাগরদোলাসহ বাঙালিয়ানা পোশাকে শুভাযাত্রা বাস্তবায়নের লক্ষ্যে সকলের সম্পৃক্ততার প্রত্যাশা করেন জেলা প্রশাসকের মো. শাহগীর আলম। তিনি বলেন, করোনা মহামারীর কারণে গত দুই বছর যাবৎ আমরা নববর্ষ উদযাপন করতে পারিনি। তবে এবার মাহে রমজানের মাঝামাঝি হওয়ায় নববর্ষ একদিন উদযাপন করতে হচ্ছে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল ৯টায় লোকনাথ দীঘির ময়দান থেকে মঙ্গল শুভাযাত্রা শুরু করে স্থানীয় ফারুকী পার্কে অর্ধবেলা অনুষ্ঠান বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।