পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের শালাইপুর রাস্তার কলন্দপুর বেইলি ব্রিজের পশ্চিম পার্শ্বে অবস্থান করে ডাকাতির প্রস্তুতিকালে তিন রাউন্ড গুলি, একটি দেশীয় ওয়ান শটারগান ও বিভিন্ন প্রকারের কয়েকটি দেশীয় অস্ত্রসহ ৩ জন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের শালাইপুর রাস্তার কলন্দপুর বেইলি ব্রিজের পশ্চিম পার্শ্বে ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে একটি সেখানে একটি গর্ত খনন করে গর্তের মধ্যে ডাকাতরা অবস্থান করে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন রণপাহারা ও ডিউটিকালে পুলিশের অভিযানিক দলটি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে পাঁচবিবি থানার এসআই জাকারিয়া খান, সঙ্গীয় এসআই গোলাম মোস্তফা, এএসআই হেলাল মিয়া এএসআই তারা মিয়া, এএসআই আনিসুর রহমান, এএসআই মশিউর রহমান, কনস্টবল ইসমাইল হোসেন ও সোহেল রানাসহ রাত ১১ টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ডাকাতরা দৌড়িয়ে পালানোর চেষ্টা করলে কালাই উপজেলার ভাটাহার গ্রামের আবেদ আলীর ছেলে শহিদুল ইসলাম কারেন্ট (৮৮), পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে ইয়ানুর হোসেন (৩০) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর বিলপাড়া এলাকার নাহিন শেখের ছেলে মাহাবুব শেখ (৩৬) নামের ৩ জন ডাকাতকে গ্রেফতার করে। এ সময়ে ডাকাত দলের মধ্যে পাঁচবিবি উপজেলার সাতানা পশ্চিম রশিদপুর এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে গোলাম রব্বানী (২৩) ও মৃত লোকমান মন্ডলের ছেলে কাওছার রহমান (৮৫) সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন ডাকাত পালিয়ে গেলে তাদেরকে ধরার জন্য আশে পাশের এলাকায় তল্লাশী করে পাওয়া যায়নি। এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ডাকাতরা পলাতক ডাকাত কাওসার ও রব্বানীর নেতৃতে আসা ০৭/০৮ জন অজ্ঞাতনামা ডাকাতরা জব্দকৃত অস্ত্রগুলোসহ ডাকাতি করার জন্য সমবেত হয়েছিল। গ্রেফতারকৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় The Arms Act, 1878 Gi 19 অ তৎসহ পেলালকোড 399/402 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা করা হয়েছে।
শনিবার, জুন ৩
সংবাদ শিরোনাম
- মঠবাড়িয়া বাজার বণিক সমিতি’র পরিচিতি সভা
- নাচোলে পুকুর দখলের অভিযোগে গ্রেফতার ১
- দেবিদ্বারে নির্বাচন পরবর্তী সহিংসতায় উভয়পক্ষের আহত ২৫: ভাংচুর ৩৪টি বাড়ি
- জনপ্রিয় ১৪নং ওয়ার্ড প্রার্থী আনোয়ার হোসেন আনার প্রতীক ঘুড়ি
- পাইকগাছায় সংরক্ষিত ইউপি সদস্য’র বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ
- ঢাকা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের রূপগঞ্জ অংশের নির্মাণ কাজের উদ্বোধন
- রূপগঞ্জে হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদার হত্যা মামলার তিন আসামী গ্রেফতার
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক কর্তৃক যৌন হয়রানির প্রতিবাদে বরগুনায় মানববন্ধন