পাইকগাছায় ই-ট্রেসিবিলিটি’র গুরুত্ব ও বাস্তবায়ন কৌশল-শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা  

পাইকগাছায় ই-ট্রেসিবিলিটি'র গুরুত্ব ও বাস্তবায়ন কৌশল-শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা  
পাইকগাছায় ই-ট্রেসিবিলিটি'র গুরুত্ব ও বাস্তবায়ন কৌশল-শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা  
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

পাইকগাছা প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছায় যান্ত্রিকরণের মাধ্যমে অল্প জায়গায় অধিক ঘনত্বে বেশি চিংড়ি উৎপাদন এবং ই-ট্রেসিবিলিটি’র গুরুত্ব ও বাস্তবায়ন কৌশল-শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হলরুমে বিজনেস প্রোমোশন কাউন্সিল বানিজ্য মন্ত্রনালয় এবং ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশনের অর্থায়নে,খুলনা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায়,ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশনের ব্যাস্তবায়নে ফোয়াবের কেন্দ্রীয় সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মোঃ লতিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সৈকত মল্লিক, খুলনা বিভাগীয় চিংড়ি পোনা ব্যাবসায়ী সমিতির সভাপতি ও রয়্যাল ফিস ট্রেডিংয়ের সত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন, বিশিষ্ট ব্যবসায়ী মোর্তজা আলমগীর রুলু, ফোয়াবের যুগ্ম সম্পাদক শেখ শাকিল হোসেন।

ফোয়াবের প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান,মনোহর চন্দ্র সানা,সাজ্জাদ সরদার,সুনিল কুমার মন্ডল,শেখ বেনজির আহমেদ লাল, জিএম মিজানুর রহমান মিজান,আব্দুস সালাম,ইলিয়াস হোসেন, নুরুজ্জামান , জামিলুর রহমান রানা,আজু মোল্লা, মিজান বিশ্বাসসহ উপজেলার অনন্য চিংড়ি ব্যাবসায়ীরা।

ই-ট্রেসিবিলিটির প্রয়োজনীয়তা সম্পর্কে অতিথিবৃন্দ সকলের উদ্দেশ্যে বলেন,খামার পর্যায়ে:আধুনিক উপায়ে খামার,ব্যবস্থাপনার কারণে খামারীর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি,পণ্যের গুণগতমান নিশ্চিতকরণ।ক্রেতা পর্যায়ে:নিরাপদ ও ভেজাল মুক্ত মানসম্পন্ন পণ্য নিশ্চিত করা।রপ্তানী পর্যায়ে:আধুনিক উপায়ে খামার ব্যবস্থাপনার কারণে খামারীর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, পণ্যের গুণগতমান নিশ্চিতকরণ সম্পর্কে আলোচনা করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ