পাইকগাছায় সংবাদ সম্মেলন করে আ.লীগ ছাড়লেন বাবু গাইন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামিলীগের সাথে  সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষনা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন খুলনার পাইকগাছায় গড়ইখালীর বাবু গাইন ও তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে গড়ইখালীস্থ নিজ বাসভবনের সামনে পিতার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে রিপন গাইন। বক্তব্যে তিনি বলেন, তারা নিরীহ পরিবার। রাজনৈতিক তকমা লাগিয়ে তাদের চিংড়ী ঘের শ’মিল দখল করে নেয়া হয়েছে। তবে যারা দখল করে নিয়েছে তাদের নাম বলতে রাজী হননি তারা। তারা সব সময় আতংকে বসবাস করছেন বলে জানান। সংবাদ সম্মেলনে আরও বলেন, আমরা কেউ সক্রিয়ভাবে আওয়ামিলীগের সাথে জড়িত ছিলাম না বর্তমানেও নেই। তবে আওয়ামিলীগকে সমার্থন করতাম। সামাজিক কর্মকান্ডে জড়িত থাকতাম। এ কারণে আওয়ামিলীগ সরদারের সময় বার বার যেমন বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি, বর্তমান সময়েও একই অবস্থা। একারণে আওয়ামীলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে সাধারন ভাবে জীবন যাপন করতে চাই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মজিদ গাইন, আজিত গাজী, ইউসুফ সরদার, হাকিম গাজী, সমিরন মন্ডল, লতিফ মোড়ল, মানিক বিশ্বাসসহ শত শত শতাধিক পুরুষ মহিলা।
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ