পাইকগাছা, খুলনা প্রতিনিধি
পাইকগাছায় হোটেলে খাওয়ার বকেয়া বিলের টাকার লেনদেন নিয়ে দু’দফায় শান্তার শফিকুল-তুহিনা সরদার দম্পত্তিকে বেধড় পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল-তুহিনা দম্পত্তি অভিযোগ করেন গড়ইখালীর কামরুল গাইন ও তার দু’ছেলে সহ পরিবারের সদস্যরা সন্ত্রাসী স্টাইলে শুক্রবার রাত ৮ টায় গড়ইখালী আলামীন মোড় ও রাত সাড়ে ১০ টার দিকে হাইস্কুলের কাছে এ ঘটনা ঘটায়। শফিকুল শান্তা-গড়ইখালীর মৃতঃ ইউনুছ সরদারের ছেলে। ঘটনার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন শফিকুল জানান, ৩/৪ মাস পুর্বে পাইকগাছার একটি হোটেলে ভাত খাওয়ার বকেয়া ১৮ শত টকার বিল নিয়ে কামরুল গাইনের সাথে দ্ব›দ্ব চলছিল। এর জের ধরে আমি শুক্রবার কুমখালী থেকে বেকু ম্যাশিন চালাইয়া সন্ধ্যার পর মটরসাইকেল যোগে বাড়ীতে ফিরছিলাম। এক সময় গড়ইখালীর আলআমীন মোড়ে পৌছালে কামরুল গাইন সহ কয়েকজন গতিরোধ করে আমাকে গাড়ী থেকে নামায়। হোটেলের বকেয়া টাকা নিয়ে দু’এক কথায় কামরুল গাইন আমার চোখে ঘুষি মারে। এ সময় আত্ম রক্ষার চেষ্টা করি এবং ধস্তাধস্তিতে কামরুলের গায়েরড়ড় সার্ট ছিড়েে যায়। এ সময কামরুল ও তার সাথে থাকা মাসুম হাওলাদার ও আলামিন শেখ আমাকে বেধড়ক মারটপিট করলে স্থানীয়া উদ্ধার করে। এর পর আমি আহত অবস্থায় বাড়ী ফিরে স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য গড়ইখালী বাজারে আসি। এর মধ্যে আমাকে দেখতে পেয়ে কামরুল গাইন ও ছেলেরা, বাবু গাইনের ছেলে সহ বেশকজন জড়ো হয়। ওদের গতিবিধিতে ভয়ে আমি ও স্ত্রীকে নিয়ে নৌকাযোগে চিংড়ি ঘের পার হয়ে স্কুল বাড়ীতে গিয়ে পৌছাই। ওরা পিছু নিয়ে গতিরোধ করে লাঠি-রড দিয়ে বেদম মরপিট করে অজ্ঞান করে ফেলে রাখে। ঘটনার সময় স্ত্রী তুহিনা স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে সেও মারপিটের স্বীকার হয়ে আহত হয়। এক পর্যায়ে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। শফিকুলের ডান হাঁটু ও চোখের অবস্থা গুরুতর। এ ঘটনায় শফিকুলের স্ত্রী তুহিনা বেগম বাদী হয়ে কামরুল গাইন,তার দুছেলে সবুজ ও শুভ গাইন,বাবু গাইন তার ছেলে হৃদয গাইন,বিপ্লব গাইন,মাসুম হাওলাদার,আলামিন শেখের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন। এ ঘটনায় থানায় মামলার তথ্য দিয়ে ওসি মোঃ এজাজ শফী বলেন, মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
শুক্রবার, জানুয়ারি ২৭
সংবাদ শিরোনাম
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার
- হাতের আঙুল নেই, কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম আরাফাত
- আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা
- বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস
- রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা
- মেট্রোরেলের আরও দুই স্টেশন চালু হচ্ছে ফেব্রুয়ারিতে
- পাইকগাছায় পরিবেশ বিপর্যয়কারী টালির পাঁজা উচ্ছেদ
- শিলিগুড়িতে খেলতে গিয়ে লাশ হওয়া ডাবলুর মরদেহ হস্তান্তর