অনলাইন ডেস্ক:
ভারতের পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসে ওয়ালাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয়েছে। আজ রোববার (২৯ মে) পাঞ্জাবের মানসা জেলায় এই ঘটনা ঘটেছে।
নিহত গায়কের পুরো নাম শুভদীপ সিং সিধু। সিধু মুসে ওয়ালা নামে পরিচিতি তিনি। একাধারে গায়ক, গীতিকার, র্যাপার ও অভিনেতা সিধু জড়িত ছিলেন রাজনীতির সঙ্গেও। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন। তবে আম আদমি দলের প্রার্থীর কাছে ৬৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।
ভারতের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন সিধু। ভোটে হেরে যাওয়ার পর আম আদমি পার্টিকে যারা ভোট দিয়েছেন, তাদেরকে ‘বিশ্বাসঘাতক’ বলে দাবি করেছিলেন নিজের গানে। এর বাইরেও হিংসাত্মক কাজে উৎসাহ দেয়ার রয়েছে তার বিরুদ্ধে।
জানা গেছে, সিধু মুসে ওয়ালা মৃত্যুর আগে থেকেই অনিরাপত্তায় ভুগছিলেন। তার জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা ছিল। তবে সম্প্রতি সেই নিরাপত্তা ব্যবস্থা তুলে নেয়া হয়। এরপরই প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। এমন ঘটনায় হতবাক সবাই। সিধু মুসে ওয়ালার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সো হাই’, ‘ওল্ড স্কুল’, ‘২৯৫’, ‘সেম বিফ’সহ বহু গান। তার নিজের ইউটিউব চ্যানেলেও ১ কোটির বেশি সাবস্ক্রাইবার রয়েছে।