লালমনিরহাট প্রতিনিধি:
গতকাল রবিবার লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে শ্রীরামপুর সীমান্তএ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ জন বাংলাদেশী নিহত হয়েছে বলে জানা গেছে । একজনের নাম সাগর (২৭) পিতা নাম বনেবর ঠিকানা ,ডালিয়া ,জেলা নীলফামারী । এবং অপর জনের নাম মোঃ ইউনুস আলী পিতার নাম মোঃ বুলবুল ইসলাম,কলাবাগান বুডড়িমারী ইউনিয়ন, পাটগ্রাম ,লালমনিরহাট জেলা ।
পুলিশ ও সীমান্তের বাসিন্দাদের ভাষ্য মতে, রবিবার ভোরে শ্রীরামপুর সীমান্তের (৮৪৩) নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় ৫/৬ বাংলাদেশি গরু আনতে যায়। এ সময় ভারতের কোচবিহার ১৪৭ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দলের অন্য সদস্যরা পালিয়ে এগে ইউনুস ও সাগর বিএসএফের গুলিতে মৃত্যুবরণ করেন ঘটনাস্থলে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, ঘটনার সত্যতা স্বীকার করেছেন।