পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। ১৮ জানুয়ারি বুধবার বেলা এগারোটার দিকে পাথরঘাটা পৌর এলাকার আব্দুল জব্বার মার্কেটে এ-শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় সুভাষ চন্দ্র হাওলাদার বরগুনা-২ আসনের সংসদ সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বলে জানান।
তিনি বলেন গত দুই সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। আগামী নির্বাচনেও আমি আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন দক্ষিণ জনপদের মানুষের জন্য দেড় যুগ ধরে কাজ করে আসছি। এর ধারাবাহিকতায় বর্তমানে অসহায় মানুষের কর্মসংস্থানের জন্য মানানীয় প্রধানমন্ত্রীর ছবি সম্ভলিত বামনা ও বেতাগীতে ৪০ হাজার চায়ের কাপ বিতরণ করা হয়েছে এবং আরো ৩০ হাজার কাপ বিতরণ করা হবে। এছাড়াও ৪ হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে এবং আরো ৬ হাজার পিচ কম্বল বিতরণ করা হবে। তিনি বলেন করোনা কালিন সময়েও সব শ্রেনীর মানুষের পাশে থেকে খোঁজ খবর নিয়েছি।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান সোহাগ, পাথরঘাটা প্রেসক্লাবের সহসভাপতি মো. জাফর ইকবাল, সাবেক সভাপতি খলিলুর রহমান শাহিন, যুবলীগের সহ-সভাপতি ফয়েজ হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিব হোসেন ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমর হাওলাদার সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।