মো. জাফর ইকবাল, পাথরঘাটা, বরগুনা
বরগুনার পাথরঘাটায় চা বিক্রেতাদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্ভলিত ৩০ হাজার পিচ চায়ের কাপ বিতরণ করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। এর আগে বামনা ও বেতাগীতে ৪০ হাজার পিচ চায়ের কাপ বিতরণ করেছেন তিনি। ২১ জানুয়ারি শনিবার পাথরঘাটা চা পট্টির পশ্চিম মাথা থেকে এ-কাপ বিতরণ শুরু হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান সোহাগ,পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সহসভাপতি মো.জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আমিন সোহেলসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক ও সুভাষ চন্দ্র হাওলাদারের ব্যাক্তিগত সহকারী মোঃ রিয়াজ হোসেন এবং পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলী ও যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। জানতে চাইলে সুভাষ চন্দ্র হাওলাদার বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছর ব্যাপি বিভিন্ন কান্ডের অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমার এ-উদ্যোগ। তিনি বলেন শিশু থেকে শুরুকরে সকল বয়সি মানুষ চায়ের দোকানেবসে চায়ে চুমুক দিয়ে বিভিন্ন আলোচনা করেন। আমি বিশ্বাষ করি তারা চায়ে চুমুক দিয়ে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি দেখে অনেক উন্নয়নের কথা মনে পড়বে। সুভাষ বলেন আমি এ-ভাবে সবার কাছে মাননীয় প্রধান মন্ত্রীর বার্তা পৌঁছে দিতে চাই। সুভাষ চন্দ্র হাওলাদার এর ব্যাক্তিগত সহকারী মোঃ রিয়াজ হোসেন বলেন, যুবলীগের কেন্দ্রীয় নেতা সুভাষ কাকার ব্যাক্তিগত অর্থে ইতোমধ্যে বামনা পাথরঘাটা ও বেতাগীতে ৭০ হাজার পিচ চায়ের কাপ বিতরণ করা হয়েছে এবং আরো ৩০ হাজার পিচ বিতরন করা হবে।