পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে ৮০ বছর পূর্তি উপলক্ষে ২০ জানুয়ারি শুক্রবার দিন ব্যাপি ইতিহাসের শ্রেষ্ঠ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের সাবেক ছাত্র ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আক্তারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও দানশীল খ্যাত ফারজানা সবুর রুমকির সভাপত্বিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় চ্যানেল আই এর অ্যাসাইনমেন্ট নিউজ এডিটর তরিকুল ইসলাম মাসুমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত (১৫) নারী আসনের স্থানীয় এমপি সুলতানা নাদিরা, উপাচার্যের সহধর্মিণী, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম, আওয়ামীলীগের পাথরঘাটা উপজেলা সভাপতি আলমগীর হোসেন (দাদু) সাধারণ সম্পাদক অ্যাড. জাবির হোসেন, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান নাদিম। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ কয়েক হাজার সাধারণ মানুষ অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আক্তারুজ্জাম বিদ্যালয়ের তৎকালিন সময়ের উল্লেখযোগ্য অনেক ঘটনা তুলে ধরে অত্যন্ত চমৎকার একটি মিলনমেলার আয়োজন করার জন্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারজান সবুর রুমকি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পবিত্র কুরআন, গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল সকাল ৭ টা থেকে পরিচয় কার্ড, পূর্নমিলন গিফট ও খাবার কুপন সংগ্রহ, সকাল ৯ টা থেকে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, পায়রা/বেলুন উড়ানো ও পূর্নমিলন র্যালি। সকাল ১০ থেকে সারে ১০ টা পর্যন্ত সভাপতি, প্রধান অতিথি ও অতিথিবৃন্দের আসন গ্রহন। সারে ১০ টা থেকে প্রধান অতিথি ও অতিথিবৃন্দের অনুভুতি প্রকাশ ও সম্মননা প্রদান। পোনে ১ টায় নামাজ ও মধ্যাহ্ন ভোজ। দুপুর আড়াইটায় উন্মুক্ত স্মৃতিচারন। সন্ধ্যা ৬ টায় বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৭ টায় দেশের প্রখ্যাত কন্ঠ শিল্পী মমতাজ বেগম এর মনোজ্ঞ সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠান সমপ্ত হয়।