পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলার ১ নং রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে আশার আলো নামে সঞ্চয় ও ঋণ দান সমব্যয় সমিতিঘরে সমিতির সদস্য কর্তৃক হামলার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে রায়হানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ আঃ হক সরদার এর ছেলে মোঃ হাবিবুর রহমান উক্ত সমিতি থেকে ৩০ হাজার টাকা ঋণ গ্রহণ করে ঠিকমত পরিশোধ নাকরায় ২১ হাজার ৬ শত টাকা বকেয়াপড়ে। পরবর্তীতে উক্ত টাকা চাইতে গেলে ১ নভেম্বর সোমবার হাবিবের সাথে তর্কের সৃষ্টির একপর্যায় হাবিব উত্তেজিত হয়ে লাঠি দিয়ে সমিতিঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময়ে সমিতিঘরে থাকা জাতির জনকের ছবিও নষ্ট হয়। জানতে চাইলে উক্ত সমিতির সভাপতি মোঃ রিয়াজ চৌধুরী বলেন হাবিব সমিতি থেকে ঋণ গ্রহণ করে পরিশোধ না করায় তাকে টাকা পরিশোধ করার জন্য অনুরোধ করেছি মাত্র। এতে সে ক্ষিপ্ত হয়ে সমিতিঘরে ডুকে লাঠি দিয়ে আসবাবপত্র ভাংচুর করে। এসময়ে তার লাঠির আঘাতে জাতির জনক বঙ্গবন্ধুর ও জননেত্রী শেখ হাসিনার ছবি নিচেপড়ে নস্ট হয়।
এব্যাপারে হাবিবুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি লাঠি হাতে নেওয়ার কথা স্বীকার করলেও অন্যান্য অভিযোগ অস্বিকার করেন।