জাফর ইকবাল,পাথরঘাটা (বরগুনা)
বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড পৃথক অভিযান চালিয়ে ১শত ৭ পিস ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রী ও এক যুবককে আটক করছে।
৫ জুলাই সোমবার রাত সাড়ে ৮ টা ও ৯ টার দিকে পৃথক স্থান থকেে তাদেরকে আটক করাহয়। আটককৃতরা হল পশ্চিম চরলাঠিমারা গ্রামের মোঃ কাসেম আলীর ছেলে মোসলেম আলী (৫৫) ও মোসলেম অালীর স্ত্রী রোকসানা (৪৫) এবং কাঠালতলী ইউনিয়নের সফিলপুরের মিজানুর রহমানের ছেলে মোঃ জাহিদ (১৮)। আটকদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদক আইনে মামলা হয়ছে।
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশান কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পাথরঘাটা কোস্ট গার্ড হাসপাতাল রোড এলাকা থকেে সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামরে মোঃ কাসমে আলীর ছেলে মাদক কারবারী মোসলমে আলী (৫৫) ও তার স্ত্রী রোকসানা (৪৫)কে ৯০ পিস ইয়াবা সহ আটক করে। পৃথক অভিযান চালিয়ে রাত ৯ টারদিকে কাঠালতলী ইউনিয়নের সফিলপুর (ইমামগঞ্জ) বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারী মোঃ জাহিদ (১৮) কে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হওয়ার পরে অাদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেন।