পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটায় বন্যপ্রাণী আইন ও অবহিতকরণ এবং সামুদ্রিক জীববৈচিত্ত প্রাণী রক্ষায় সচেতনামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল সোমবার সকালে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বন্যপ্রাণী অপরাধ দমনে সরকারের আইন ও সচেতনতা বিষয়ে আলোচনা হয়। কর্মশালায় পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা, পাথরঘাটা উপজেলা রেঞ্জ কর্মকর্তা, পাথরঘাটা কোস্টগার্ড, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশসহ বিভিন্ন দপ্তরের ৪৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালায় পটুয়াখালীর সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বণ্যপ্রাণী আইন ও অবহিতকরণ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য প্রাণী রক্ষায় সচেতনতা তৈরিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পরামর্শ দেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক। সভায় আরও বক্তব্য রাখেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কনিষ্ঠ ওয়ার্ল্ড লাইফ কর্মকর্তা বায়েজিদ বোস্তামী, পাথরঘাটা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার, পাথরঘাটা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএইচ শাহ আলম প্রমুখ। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মলিক বলেন, বন্যপ্রাণী শিকার, ধরা, মারা, ক্রয়-বিক্রয়, পাচার, দখলে রাখা বা খাওয়া দÐনীয় অপরাধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সচেতন হওয়া খুবই জরুরি। এছাড়াও সামুদ্রিক জীব বৈচিত্রপ্রাণী ডলফিন, তিমি, কচ্ছপ, কুমির, শুশুকসহ সকল জলজপ্রাণী রক্ষা করতে হবে।