পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ফাইভ স্টার মৎস্য আড়তের মালিক মোঃ মারুফ হোসেন সন্ত্রাসীদের হাতে গুরতর আহত হয়েছেন। জানা গেছে গত ২৮ সেপ্টেম্বর রাত সোয়া এগারোটার দিকে উক্ত মারুফ হোসেন পাথরঘাটা শহর থেকে পাথরঘাটা ডিগ্রি কলেজের পাশের সড়ক দিয়ে বাসায় যাওয়ার পথে আকস্মিক ভাবে ৭ যুবক তার পথরোধ করে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এসময় তাঁর ডাক চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে একই ওয়ার্ডের বাসিন্দা খলিলের ছেলে রুবেল (৩২) ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দা কাচামাল ব্যাবসায়ি মোঃ ইউসুফ এর ছেলে মাসুম (২৬) সহ দুজনকে এলাকাবাসী আটক করতে পারলেও বাকি সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক এলাকাবাসির মাধ্যমে পাথরঘাটা থানা পুলিশ খবর পেয়ে পাথরঘাটা থানার ওসি আবুল বাশার ফোর্সসহ ঘটনা স্থলে গিয়ে মারুফকে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করেন। পরে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন,পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামুল হোসাইন ও মৎস্য ব্যবসায়ি মোঃ পান্না খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ঘটনা স্থলে গিয়ে সন্ত্রাসীদের শারিরীক বিচার করে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা করেন। এব্যাপারে মারুফ হোসেন বলেন আমি উল্লেখিত স্থান থেকে বাসায় যাওয়ার পথে আকস্মিক ভাবে আমার পথরোধ করে ৭ যুবক দেশীয় অস্ত্র দিয়ে আমার উপর হামলা করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ আটককৃত দুজনকে বিচার করে আমাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না করার জন্য অনুরোধ করায় আমি কোন মামলা করিনী।